Sylhet Today 24 PRINT

ছাতকে হাওরে ধান কাটতে শিক্ষার্থীদের নিয়ে অংশ নিলেন অধ্যক্ষ

ছাতক প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট শ্রমিক সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কলেজ সংলগ্ন হাওরে ধান কাটতে নেমেছেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮এপ্রিল) কলেজ সংলগ্ন হাওরে ১ একর জমির বোরো ধান কাটেন তারা। অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের নেতৃত্বে ৯ জন শিক্ষার্থী ও ১৫ জন কলেজ ষ্টাফ ধান কাটায় অংশ নেন। আগাম বন্যার আশংকায় কৃষকদের সহায়তা করতে কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহন করেন।

সকালে অধ্যক্ষের সাথে ধান কাটায় অংশ নেন অধ্যাপক বিল্লাল আহমদ, অধ্যাপক একেএম বাকির হোসেন হাওলাদার, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক বিপ্লব রায়, অধ্যাপক পংকজ কুমার সরকার, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক অনন্ত সরকার, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, প্রদর্শক ফেরদৌস আহমদ চৌধুরী, হিসাব রক্ষক আব্দুর রহিম, অফিস সহায়ক সুনিল চন্দ্র দাস, ফয়েজ আহমদ, দিপক লাল, কম্পিউটার অপারেটর চয়ন দাস, বিএনসিসির শিক্ষার্থী নূর উদ্দিন, উজ্জল মিয়া, রুহুল আমিন, রেদওয়ান আহমদ, সজীব আহমদ, রাব্বী আহমদ, এনায়েত আহমদ, মহিলা ক্যাডেট সামিনা বেগম ও নাজমা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.