Sylhet Today 24 PRINT

ঢাকা-শিলিগুড়ি ট্রেন শিগগিরই

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২১

শিগগিরই ঢাকা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

রোববার (২১ নভেম্বর) দার্জিলিংয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শ্রিংলা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল পরিষেবা চালু করা হবে। শিগগিরই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামী দিনে আরও ট্রেন করা হবে।

শ্রিংলা বলেন, ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের ১ আগস্ট থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালবাহী রেল চলাচল শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট পাঁচটি রেল পরিষেবা চালু রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.