Sylhet Today 24 PRINT

বাজেটে পর্যটন বছরে বিশেষ বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর

অনলাইন প্রতিবেদক |  ০২ জুন, ২০১৬

২০১৬ সালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন বছর হিসেবে ঘোষণা করায় এই বছরে বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ তোক বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী এই বছরকে পর্যটন বছর ঘোষণা করায় ১০০ কোটি টাকার একটি তোক বরাদ্দ রাখা হচ্ছে"।

তিনি বলেন, এর আওয়াত কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সুরক্ষা এবং সিলেটে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী জীব বৈচিত্র রক্ষায় একটি আইন করার কথাও জানান।


 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.