Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত সংলগ্ন বিছনাকান্দিতে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার। শনিবার বিকেলে প্রায় ২৫লাখ টাকা ব্যয়ে বিশ্রামাগার নির্মাণের স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী আব্দুল আহাদ।

সামগ্রিক অবস্থা বিবেচনায় পরিদর্শক দলটি বিছনাকান্দির গো-চারণ ভূমির উত্তর দিকের একটি স্থানে এ স্থাপনার জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করেন যার নির্মাণকাজ আগামী অক্টোবর মাস থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা পরিষদ সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের সকল পর্যটন কেন্দ্রের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যটন শিল্প দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন বিরোধীরা দেশ ও জাতির শত্রু। পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয়দের আন্তরিক ভাবে কাজ করারও আহবান জানান তিনি।

বিছনাকান্দি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ স্থান, যেখানে পাহাড়ি মনোরম পরিবেশের সাথে নদীর স্ফটিক জলের মিতালীতে সময় কাটাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকরা ভিড় করেন। বিশ্রামাগারটি নির্মাণের পরিকল্পনা হবে যাতায়াত ব্যবস্থাসহ নানাবিধ সমস্যা জর্জরিত বিছনাকান্দির এ পর্যটন কেন্দ্রকে নিয়ে স্থানীয় সরকারের প্রথম কোন উদ্যোগ।

শনিবার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.