Sylhet Today 24 PRINT

সিলেটে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভারতীয় ভ্রমণ ভিসা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০১৮

সিলেটের নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন আরও সহজ করতে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় হাইকমিশন। এখন থেকে সিলেটের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভ্রমণ ভিসার আবেদন জমা দেয়ার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগবে না বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

সিলেটের সাথে আরো দু'টি বিভাগ পেতে যাচ্ছে এ সুবিধা। আর এ দুটি বিভাগ হলো ময়মনসিংহ ও বরিশাল।

রোববার (১৩ মে) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ নিয়ম কার্যকর হবে আগামী ২০ মে থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে এই তিন বিভাগের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে আবেদনকারীরা তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

নতুন এ সুবিধা শুধু ভ্রমণ ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন ও অন্য সব ভিসা আগের নিয়মে চলবে বলেও জানানো হয়।

এর আগে ২০১৭ সালের ৯ জুলাই চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্রে এ সুবিধা চালু করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর এ সুবিধা চালু হয় রাজশাহী ও রংপুরে। এছাড়া রাজধানীর মিরপুর রোডের ভিসা আবেদন কেন্দ্রে ১০ অক্টোবর এ সুবিধা চালু হওয়ার পর এবার তা যুক্ত হলো সিলেট, ময়মনসিংহ ও বরিশালে।

এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.