Sylhet Today 24 PRINT

সাপাহারে আম ব্যবসায়ীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

সাপাহার প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

নওগাঁর সাপাহারে আম বাজারজাত করন বিষয়ে কৃষক ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

সোমবার দুপুরে থানা পুলিশের আয়োজনে সাপাহার ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বাগান মালিকগণ বলেন, কয়েক দিনের মধ্যেই বাজারজাত শুরু হবে চলতি মৌসুমের আম। কিন্তু ব্যবসায়ী না আসায় উৎপাদিত আম বিপণন নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও চাষিদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টির দাবি করা হয়। ব্যাংক লেনদেন সুবিধা বাড়ানো, নিদিষ্ট বড় কোন স্থানে হাট বসানো ও অনলাইনে আম বিপণনের সুবিধা সৃষ্টির দাবি করেন ব্যবসায়ী ও কৃষকরা।

সভায় ব্যবসায়ী ও চাষিদের এই দাবিগুলো পূরণে আশ্বাস দেন আয়োজকরা। এসময় আম ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.