Sylhet Today 24 PRINT

৩২ ঘণ্টা পর নানীর লাশ উদ্ধার, নাতি এখনও নিখোঁজ

বরিশাল সংবাদদাতা |  ০৩ জুলাই, ২০২০

বরিশাল জেলার হিজলা উপজেলায় ট্রলার দুর্ঘটনার ৩২ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করেছে নৌ ও থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় দুর্ঘটনায় নিখোঁজ নানী শাহিদা বেগমের লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন হিজলা থার ওসি প্রবীর সিকদার। ঘটনার সত্যতা স্বীকার করেছেন নৌ-ফাঁড়ির ওসি শেখ বেল্লাল হোসেন।

ওই ঘটনায় চার বছর বয়সী শিশু নাতি সায়মুন এখনও নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৩০ জুন) দিবাগত রাত ৮টার দিকে ট্রলারযোগে হিজলা উপজেলার ছয়গাঁও গ্রাম থেকে বিষকাটালি গ্রামে যাচ্ছিলেন মোতালেব বেপারির স্ত্রী শাহিদা বেগমসহ পরিবারের ১১ সদস্য। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পড়ে মেঘনার শাখা নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ শাহিদা বেগম ও তার ছেলে আলামিনের শিশু সন্তান সায়মুন নদীতে ভেসে যান।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় সন্ধান চললেও হদিস মেলে না নানী-নাতির। প্রশাসনের অভিযান বন্ধ হওয়ার পর আজ সকালে মৃত শহিদার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.