Sylhet Today 24 PRINT

বান্দরবানে জনসংহতি সমিতির দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০২০

বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের ৬ জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত দুই জন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সদরের বাঘমারায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেএসএসের সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। এছাড়া গুলিবিদ্ধ দুজন হলেন- বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) মূল ও সংস্কারপন্থী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিতে জেএসএসের সংস্কারপন্থী গ্রুপের ৬ জন নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.