Sylhet Today 24 PRINT

বিএসআরএমের কারখানা থেকে গ্রেনেড উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২০

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের কারখানা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার (৮ জুলাই) বিকেলে গ্রেনেডটি পাওয়া গেলে রাতেই তা বিস্ফোরণ ঘটিয়ে বিপদমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার বিকেলে উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের কারখানায় গ্রেনেড সদৃশ্য একটি বস্তু দেখা যায় বলে খবর পাই। পরে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এটিকে তাজা গ্রেনেড বলে শনাক্ত করে। পরে কারখানার দক্ষিণে একটি খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, কারখানা স্ক্র্যাপের ভেতরে একটি তাজা গ্রেনেড ছিল। পরে কারখানার দক্ষিণে একটি খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ গ্রেনেড বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.