Sylhet Today 24 PRINT

মানিকগঞ্জে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবি, ভাই-বোনসহ নিহত তিন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২০

নম্নুনা ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় ভাই-বোনসহ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজ ও নিহতরা একে অপরের আত্মীয়। তারা ঈদের সময় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে উপজেলায় চরমাস্তল এলাকায়।

দৌলতপুর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হক ঈদের আগে সাভার থেকে পরিবার পরিজন নিয়ে দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে শ্বশুর মামুদ আলীর বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়ি থেকে একই উপজেলার চরমাস্তল গ্রামে ভায়রাভাই সেলিমের বাড়িতে নৌকা যোগে বেড়াতে যান। পরে সেলিমের ছেলে মনির হোসেনের নৌকায় চড়ে ঘুরতে বের হন আব্দুল হক, তার স্ত্রী হালিমা বেগম, ছেলে জিয়াউল হক জিয়া (১৩), মেয়ে রোকসান (১৭), মিথিলা (৬), শ্যালিকা শামিমা ও হুনুফা (৩০) এবং তার ছেলে শান্ত (১২)।

বিজ্ঞাপন

নৌকা কিছু দুর যাওয়ার পর দুপুর দুইটার দিকে ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। এতে মনির হোসেন নিয়ন্ত্রণ রাখতে না পারায় নৌকা ডুবে যায়। নৌকার ৯ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় ৫ জন।

তারা হলেন- আব্দুল হকের ছেলে জিয়াউল হক জিয়া (১৩), মেয়ে রোকসানা (১৭) ও মিথিলা (৬), শ্যালিকা হনুফা বেগম (৩০) ও তার ছেলে শান্ত (১২)। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় পানিতে তলিয়ে যাওয়া ৫ জনের মধ্যে রোকসানা, জিয়াউল হক জিয়া ও হনুফা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত মিথিলা ও শান্তর কোন খোঁজ পাওয়া যায়নি।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবিতে এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর লাশ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার হয়নি। নিখোঁজদের উদ্ধারের জন্য ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.