Sylhet Today 24 PRINT

গলাচিপায় র‍্যাবের হাতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক

গলাচিপা সংবাদদাতা |  ১৭ আগস্ট, ২০২০

পটুয়াখালীর গলাচিপায় মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য সোহরাব গাজীকে (৫০) আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প।

রোববার রাতে গলাচিপার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহরাব গাজী আমখোলা ইউনিয়নের মৃত. রকমান গাজীর ছেলে।

র‌্যাব জানায়, মানব পাচারকারী সোহরাব গাজী দীর্ঘদিন ধরে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। আর এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবক।

র‌্যাব আরও জানায়, সাম্প্রতিককালে মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারি রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত সোহরাব গাজী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন। এছাড়া আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৮।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সোহরাব গাজীকে সোমবার সকালে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.