Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাসান মির্জার (৬০) মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। তাড়াশ উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আবু হাসান মির্জা তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর করোনা পজিটিভ আসে তার। এরপর লাইফ সাপোর্টে সোমবার সকালে তিনি মারা যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন বলেন, চারদিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান চিকিৎসার জন্য। পরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.