Sylhet Today 24 PRINT

কাস্টমসে জটিলতা, ফল আমদানি বন্ধ করে দিল ব্যবসায়ীরা

বেনাপোল প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২০

বেনাপোল কাস্টমস হাউজের নতুন নিয়মসহ বিভিন্ন অনিয়মের কারণে ভারত থেকে আপেল, কমলা ও বেদানাসহ বিভিন্ন কাঁচা ফল আমদানি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের ফল আমদানি বন্ধ হয়ে গেছে।

ফলে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে গেল অর্ধশতাধিক ফল বোঝায় ট্রাক।

ফল আমদানিকারক বেনাপোলের রয়েল এন্টারপ্রাইজের রফিকুল ইসলাম রয়েল জানান, ভারত থেকে আমদানিকৃত ফলে নতুন নিয়ম চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলের সাথে আসা কার্টুনের ওজন ও শুল্ক দিতে বলছে তারা। এ নিয়মে কাঁচা ফল আমদানিতে লোকসান হবে, ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। এজন্য এ পথে ফল আমদানিতে অনীহা প্রকাশ করছেন আমদানিকারকরা।

ভোমরা বন্দরে-টিয়ার সুবিধা পাওয়ায় অনেক ব্যবসায়ীরা পেট্রাপোল বন্দরে-আসা কাঁচা ফলের ট্রাক ফিরিয়ে নিয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি শুরু করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজে অতিরিক্ত কমিশনার সৈয়েদ নেয়ামুল হক জানান, কাস্টমস কোনও নতুন নির্দেশনা জারি করেনি। কিছু ব্যবসায়ী অতিরিক্ত সুযোগ না পেয়ে ফল আমদানিতে অযুহাত দিচ্ছেন।

কার্টুনের ওজন ও শুল্ক আরোপের বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.