Sylhet Today 24 PRINT

ডকুমেন্টরি প্রকাশনা ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০২০

পঞ্চগড়ের অন্যতম নাট্য সংগঠন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের ডকুমেন্টরি প্রকাশনা, ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উন্মোচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ডকুমেন্টরি প্রকাশনাটি শিশু দরদী এবং কালের সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম।

প্রয়াত আশরাফুল ইসলাম স্মৃতি শিশু চত্বর মসজিদপাড়ায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার সাদাত সম্রাট বলেন,‘পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার শিশুদের নিয়ে যে সকল ক্রিয়েটিভ কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়, সংগঠনটি দেশ তথা বিদেশের মাটিতেও বাংলাদেশে সংস্কৃতিকে উপস্থাপন করে দেশের গৌরব বয়ে এনেছে।’

মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘মাদক মুক্ত সমাজ গঠনে এ সংগঠনের ক্রীড়া বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রশংসার দাবীদার। এই সংগঠনকে সর্বদায় সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।’

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় অনুষ্ঠিত নাট্য উৎসবে অংশগ্রহণ করেছে। বিতর্ক, ক্রীড়া বিনোদন সংগঠনটির রুটিন ওয়ার্ক। দীর্ঘ ১৬ বছরের কর্মকাণ্ডের সংগৃহীত ছবি ও সাবেক সদস্যদের প্রতিক্রিয়া, গুণীজনদের বাণী নিয়ে গ্রন্থিত ‘আলেখ্য কুঁচিকা’টি শিশু কিশোরদের স্মৃতির বাহন হয়ে থাকবে বলে কুঁচিকার নির্বাহী সম্পাদক ‘রহিম আব্দুর রহিম’ জানান।

মোড়ক উন্মোচনে শিশু শিল্পী নাছিবুর রহমান নাবিল ও মোরাদ আহাম্মেদ জিসানসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন ভার্সনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.