Sylhet Today 24 PRINT

পটুয়াখালীতে ৬ সহস্রাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী সংবাদদাতা |  ১৮ অক্টোবর, ২০২০

পটুয়াখালী জেলার সদর থানার কলেজ রোড এর বিএডিসি এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ১ জনকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রোববার (১৮ অক্টোবর) এই তথ্য জানায় র‌্যাব-৮।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আলমগীর হোসেন (৪০), পিতা-মৃত ইউসুফ গাজী, সাং-মহিষকাটা, থানা-আমতলী, জেলা-বরগুনা।

র‌্যাব জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আসামির ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় আসামির ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় ভালো, ভদ্রমানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছে বলে জানায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.