Sylhet Today 24 PRINT

গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

গলাচিপা সংবাদদাতা |  ২২ অক্টোবর, ২০২০

গলাচিপায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা উপজেলার চর ওহাবের কাসেম মৃধা (৪৫) নামের এই কৃষক মারা যান।

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে বুধবার আধা পাকা ধান কাটতে যায় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লোক। এসময় গলাচিপা উপজেলার চর ওহাবের কৃষক কাসেম মৃধা নিজের ফলানো ফসল রক্ষায় বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষে ১৫/১৬ জন আহত হন।

সংঘর্ষে গলাচিপা উপজেলার কাসেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ১০/১২ জন এবং চর ফ্যাশনের ৫/৬ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। শেবাচিমে গেলে আশংকাজনক অবস্থায় কাসেম মৃধা ও বাবুল হাওলাদারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, পূর্ব চরবিশ্বাস মৌজার চর ওহাবে প্রায় পৌনে পাঁচশ একর জমি বিভিন্ন কৃষকের রেকর্ডীয় যা গলাচিপা থানার সীমানার মধ্যে রয়েছে। কিন্তু চর ফ্যাশন উপজেলা মুজিবনগর ইউনিয়নের সংঘবদ্ধ একটি ভূমিদস্যু চক্র গায়ের জোরে প্রতিবছর জমির ফসল লুট করে নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চর বিশ্বাসে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কাসেম মৃধা নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.