Sylhet Today 24 PRINT

গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা

গলাচিপা সংবাদদাতা |  ১৪ ডিসেম্বর, ২০২০

“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুল হাসান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা কর্মকর্তা সমির চন্দ্র হাওলাদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হোসেন মিলটন ও আইসিটি সহকারী প্রোগ্রাম অফিসার মো. মিরাজ।

সভায় সভাপতি বলেন, বিশ্বব্যাপী ডিজিটাল ব্যবস্থা আজ আমাদের হাতের নাগালে। তিনি সরকারের সকল ক্ষেত্রে তথ্য মানুষের দৈনন্দিন সেবায় পৌঁছে দেয়ার জন্য বর্তমান সরকার প্রধান দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যে অবদান রাখছে তা দেশের মানুষ উপলব্ধি করছে।

পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.