Sylhet Today 24 PRINT

জামালপুরে মুজিববর্ষ লোকজ মেলা সম্পন্ন

জামালপুর সংবাদদাতা |  ২০ ডিসেম্বর, ২০২০

জামালপুরের তারারভিটায় দুইদিন ব্যাপী মুজিববর্ষ লোকজ মেলা সমাপ্ত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান।

১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদ, কবি সায্যাদ আনসারী, দৈনিক সচেতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক ও স্কুল শিক্ষক মোহাম্মদ আলী।

মুজিব শতবর্ষ উপলক্ষে তারারভিটা বংশাই শিশু কিশোর থিয়েটার ও পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত দুইদিন ব্যাপী এই মেলার ১৮ ডিসেম্বর উদ্বোধন করেন কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিম।

মেলা সাজানো হয়েছিল বাঙালি জাতির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে মিল রেখে ৬টি আকর্ষণীয় ইভেন্ট লাঠিখেলা, ঘৌড়দৌঁড়, গীতিনাট্য, বাউলগান, নাগরদোলা ও সাধারণ জ্ঞান।

মেলায় মুক্তাগাছা, মধুপুর, সরিষাবাড়ি, জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধ মানুষের সমাগম ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.