Sylhet Today 24 PRINT

গিনেস বুকে রেকর্ডের অপেক্ষায় থাকা ‘রাণী’ মারা গেছে

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২১

সাভারের আশুলিয়ার আলোচিত সেই ছোট গরু ‘রাণী’ মারা গেছে। রাণীকে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে কিছুদিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট)  ‘রাণী’ মারা যায় বলে নিশ্চিত করেন সাভার প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব। পেটে গ্যাস জমে বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে তিনি জানান।

শিকড় এগ্রো ফার্মটির নিজস্ব পশুচিকিৎসক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার ‘রাণী’ অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই রাণীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসা চলাকালে দুপুর ২টার দিকে গরুটি মারা যায়।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব জানান, গরুটির পেট ফোলা ছিল। আমাদের ভেটেরিনারি সার্জনসহ কয়েকজন মিলে চিকিৎসা দেন। এর পরও ছোট গরুটির কোনো উন্নতি হয়নি। পরে দুপুর ২টার দিকে মারা যায়।

প্রায় এক বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করেছিল আশুলিয়ার চারিগ্রামের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান। ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ফলে গরুটি বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। ছোট এ গরুটির ওজন ছিল ২৬ কেজি, উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল দুই বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.