Sylhet Today 24 PRINT

১০ মণ ওজনের মাছ!

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

এক মাছের ওজন ১০ মণ! শাপলাপাতা নামের বিশালাকৃতির মাছ ধরা পড়েছে বাগেরহাটে। মঙ্গলবার সকালে শহরের কেবি বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে জেলেরা এ মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য।

উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। ৪৮ হাজার টাকায় বিশাল এই মাছটি কেনেন মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার। পরে তারা বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করছেন।

জানা যায় পাঁচ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এ মাছটি ধরা পড়ে।

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়।

মাছ ব্যবসায়ী জাকির বলেন, শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।

কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মধ্যে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া শাপলাপাতা মাছটির ওজন ১০ মণের মতো হবে। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.