Sylhet Today 24 PRINT

বিএনপির ডাকসাইটে নেতা হলেন নৌকার প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২১

আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের তিনটি উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ জন্য শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে চমক দেখিয়েছেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। তিনি বিএনপির ডাকসাইটে নেতা ছিলেন।

দেশের সবচেয়ে বড় ইউনিয়ন কুতুবপুরের টানা তিনবারের চেয়ারম্যান তিনি।

সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন।

তবে তার দাবি, তাকে দু'বার দল থেকে বহিস্কার করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে তাকে দল থেকে বহিস্কার করা হলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগ সদস্য সংগ্রহ শুরু করলে তিনি সদস্য ফরম পূরণ করে দলটির সদস্য পদ নেন।

জানা গেছে, সেন্টুর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। তিনি সম্পর্কে সেন্টুর ফুফাত ভাই।

কুতুবপুর থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক। তিনি বলেন, দল যাকে ভালো মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। দলের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এ সম্পর্কে জানতে মনিরুল আলম সেন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.