Sylhet Today 24 PRINT

পঞ্চগড়ে ভারত-বাংলাদেশের শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব

পঞ্চগড় প্রতিনিধি |  ১৭ মে, ২০২২

পঞ্চগড়ে শতবর্ষে শেখ মুজিব-সূবর্ণে স্বাধীনতার শিরোনামে শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিনব্যাপী বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এই শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তক্ষশীলা-আসাম, ন্যাশনাল পার্ফরমেন্স আর্টস এসোসিয়েসন অব ইন্ডিয়া, নট্টোঞ্জলি থিয়েটার আর্টস আগ্রা, উত্তর প্রদেশ ভারত,এসো নাটক শিখি কলাকাতা,পশ্চিমবঙ্গ, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার এবং বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের পরিবেশনায় ১৫০ জন  ক্লাসিকাল শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে নেপথ্য কর্মী হিসেবে " বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা" পদক পেয়েছেন ভারতের আসামের প্রখ্যাত লেখক কবি, নাট্যকার ও নির্দেশক নট্টচার্য পাখিলা কালিতা।

এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাবেক সহকারী অধ্যাপক পবির চন্দ্র চন, নীলফামারী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান মনি শংকর দাশ গুপ্ত, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম লিটন, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি শাহাদত হোসেন প্রধান, প্রধান শিক্ষক মো. রবিউল আলম সাবুল, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের নির্বাহী পরিচালক রহিম আব্দুর রহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.