Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির পরিচয় মিলেছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের প্রত্যেকের বাড়ি ফেনী জেলায়। তাদের মধ্যে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার চারজন ও সদর উপজেলার একজন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বিউফোর্ট ওয়েস্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, হতাহতরা প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিউফোর্ট ওয়েস্ট শহরে পোঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরীয়ত উল্লার ছেলে ইসমাইল হোসেন (৩৮), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মিলনের ছেলে রাজু আহমেদ (৩৪), জায়লস্কর ইউনিয়নের তমিজ উদ্দিন ভূঞা বাড়ির দক্ষিণ নেয়াজপুর গ্রামের সিরাজ উল্লাহের ছেলে মোস্তফা কামাল (৩৫), সোনাগাজী উপজেলার দক্ষিণ চর মজলিশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন (৩৫) ও তার ছেলে নাজিম হোসেন (১০)।

ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার খবর জানতে পেরে নিহতদের বাড়িতে গিয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, নিহতদের বাড়িতে গিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.