Sylhet Today 24 PRINT

খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম মারা গেছেন।

গত সোমবার দিবাগত রাত ১২টায় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলামের বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অধ্যাপক নুরুল ইসলাম হৃদ্‌রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি ১৯৮৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত খাদ্যনীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

ছয় দফা কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পরে তিনি বাংলাদেশের পরিকল্পনা কমিশনের দায়িত্ব নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.