Sylhet Today 24 PRINT

নলকূপের পানি আনতে গিয়ে মারধরের শিকার নারী, থানায় মামলা

গলাচিপা প্রতিনিধি |  ০৬ জুন, ২০২৩

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে ১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সূতাবাড়িয়া গ্রামের খান বাড়িতে।

জানা যায়, গত শনিবার (৩ জুন) বেলা অনুমান ১টার দিকে মৃত আ. জলিল খানের স্ত্রী* (৪০) নিজ বসত ঘরের সামনে গভীর নলকূপে পানি আনতে গেলে প্রতিপক্ষ মো. রহমান খান (৪০) ও তার স্ত্রী* (৩০) পূর্ব বিরোধের জেরে উত্তেজিত হয়ে আ. জলিল খানের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে রেইনট্রি গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে তিনি আহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার বলেন, আ. জলিল খানের স্ত্রী আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৬ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে ও মাথায় চোট লেগেছে।

এ বিষয়ে আ. জলিল খানের স্ত্রী বলেন, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে রহমান খান ও তার স্ত্রী একত্রিত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে। পরে আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। আমার ডাক চিৎকারে লোকজন এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে তার ছেলে রিয়াদ খান (২৭) বলেন, আমার মাকে ওরা প্রায়ই গালিগালাজ করত। আমার মা পানি আনতে গেলে ওরা আমার মাকে বেদম মারধর করে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মো. রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা উভয়ে আত্মীয়। আমরা তাকে মারধর করিনি। এমনিতে আমার স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, উভয় পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

এ বিষয়ে আ. জলিল খানের স্ত্রী বাদী হয়ে সোমবার (৫ জুন) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কলাগাছিয়া ফাঁড়ি ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

*সংবেদনশীল দিক বিবেচনায় প্রতিবেদনে নারীদের নাম উল্লেখ করা হয়নি—বার্তা সম্পাদক 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.