Sylhet Today 24 PRINT

ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২৩

মো. শাহ আলম হাওলাদার। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

মো. শাহআলম হাওলাদার নামের এই আওয়ামী লীগ নেতা কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাত পাখা মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ ঘটনায় আমি ব্যথিত হয়েছি। এ কারণে আমি দলীয় পদে থাকতে চাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি ৩০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে সোমবারের হামলার প্রতিবাদে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় শাহ আলম হাওলাদার হাতপাখা প্রতীকে নির্বাচন করার স্বপ্নে গত কয়েকমাস ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পেছনে ছুটছেন। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি।

তিনি কখনই মন থেকে আওয়ামী লীগও করেননি, দাবি এই আওয়ামী লীগ নেতার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.