Sylhet Today 24 PRINT

বান্দরবানে ডিআই মাল্টিপার্টি ইয়াং ফেলোদের উইমেন এন্ড ইয়ুথ ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

বান্দরবানের নারী ও তরুণদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, কর্মসংস্থান, নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে কীভাবে সমাধান করা যায় সেসব বিষয় জানতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২২তম ফেলো ব্যাচের উদ্যোগে মঙ্গলবার (২৫ জুলাই) বান্দরবান আবাসিক হোটেল ডি মুর এর কনফারেন্স হলে মাল্টিপার্টি ইয়াং ফেলোদের ইস্যু ভিত্তিক উইমেন এন্ড ইয়ুথ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ২২তম ব্যাচের বান্দরবানের মাল্টিপার্টির তিন ফেলো; যথাক্রমে আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো মুহাম্মদ সাইফুল ইসলাম সনেট, বিএনপির রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান ও জাতীয় পার্টির রাজনৈতিক ফেলো সাংবাদিক মুহাম্মাদ আলী।

কর্মশালায় প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসেন, বান্দরবান জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মাস্টার ট্রেইনার কেলুমং মারমা, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাস্টার ট্রেইনার চ নু মং মারমা।

আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সদরুল আমিন, রিজিওনাল কো-অর্ডিনেটের মোহাম্মদ ওবায়দুর রহমান।

কর্মশালায় ২০জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.