সিলেটটুডে ডেস্ক | ২৪ অক্টোবর, ২০২৩
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী রেল এগারসিন্ধু ও একটি মালবাহী রেলের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দুর্ঘটনাকবলিত রেলের বগি থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।