Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার এড়াতে স্বেচ্ছাসেবক দল নেতা ছিলেন যুবলীগ নেতার বাসায়

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগ নেতার বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মফিদুল ইসলাম তারাকান্দা উপজেলার রনকান্দা গ্রামের বাসিন্দা মৃত গুঞ্জর আলীর ছেলে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান কাকনী ইউনিয়েনের তালদিঘী গ্রামের মৃত কছিম উদ্দিন মেম্বারের ছেলে।

এদিকে, যুবলীগ নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার বাসা থেকে কোন স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করা হয়নি। আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসায় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলাম অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে মফিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।’

তিনি আরও বলেন, মফিদুল ইসলামের নামে গত ১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন, ‘যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসায় থেকে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারের খবর পেয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.