Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে কোরআনিক চিকিৎসা নিয়ে সভা

নোয়াখালী প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

নোয়াখালীর সদর উপজেলায় আধুনিক কোরআনিক চিকিৎসা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি চাইনিজ রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল এ কর্মসূচির আয়োজন করে।

বিকে সার্ভিস ইন্টারন্যাশনালের পরিচালক ডাক্তার মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর হাসান ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাইজদী আল আমিন মাদ্রাসার প্রধান মুফতি ফয়েজ আহমদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাইজদী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা হোসাইন আহমদ।

সভায় বক্তারা বলেন, সমাজে আগেও কোরআনিক চিকিৎসার প্রচলন ছিল। চিকিৎসা শাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। মানুষের তাকওয়া, ঈমান, আমল ঠিক থাকলে আধুনিক কোরআনিক চিকিৎসা মানুষের ব্যক্তি জীবনে শতভাগ কার্যকর ভূমিকা পালন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.