Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে আটক করা হয়।

জেসমিন আরা রুমা (২৭) নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রুমাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.