Sylhet Today 24 PRINT

রাজশাহীতে মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতা

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের সময় এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন।

সোমবার বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শহিদুল ইসলামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টায়ারে আগুন জ্বালানোর সময় আচমকা আগুন শহিদুলের শরীরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার করতে থাকেন এবং দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা এগিয়ে এসে তার গায়ের জামা খুলে আগুন নেভান।

জানা গেছে, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে অংশ নেয় তার অনুসারীরা।

এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।

বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। অতীতের সব আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তাই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, “আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা বিক্ষোভ করেছে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.