Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ৫ তলা ভবনের উপর হেলে পড়ল ৪ তলা ভবন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৬

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকায় পুরনো একটি ৪ তলা পাশের ৫ তলা ভবনের উপর কাত হয়ে হেলে পড়েছে।

সোমবার (২৫ এপ্রিল)  সকালে ওই ঘটনার পর বাড়ির লোকজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ফায়ার ব্রিগেড।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওভোগ পানির ট্যাংকি এলাকাতে জনৈক ফিরোজ মিয়ার মালিকানাধীন ৪ তলা ভবনটি অনেক দিনের পুরানো। সোমবার ভোরে হঠাৎ করে ভবনটি কিছুটা কাত হয়ে পাশের ৫ তলা একটি ভবনের উপরে হেলে পড়ে। এতে লোকজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফ্ল্যাটের লোকজন ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিন মনি সরমা জানান, হেলে পড়া ভবনের ফ্ল্যাটে থাকা লোকজনদের সরে যেতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.