Sylhet Today 24 PRINT

আগুন নিভেছে সুন্দরবনের, ৬ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৬

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন নিভেছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিভেছে বলে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক (ডিএডি) মো. মানিকুজ্জামান জানিয়েছেন।

এদিকে, সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে ছয় দুর্বৃত্তের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ।

ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালতে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে এক মাসের মধ্যে চার অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ তিনটি মামলা করলো।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজলার কতিপয় দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বনভূমিতে তিন দফা আগুন দিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে। গত দুই দফা যারা আগুন দিয়েছে তাদের সঙ্গে আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে সুন্দরবনের অন্তত ২০টি স্থানে আগুন দিয়েছে।

তাদের দেওয়া এবারের আগুনে তুলাতলা এলাকার প্রায় সাড়ে তিন একরের বনভুমি পুড়ে গেছে। আমরা তদন্ত করে পুরানো নতুন মিলে ছয়জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে আরও একটি মামলা করেছি। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম উল্লেখ করতে রাজি হননি তিনি।
 
তিনি আরও বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে বনে আর কোন ধোঁয়া দেখা যাচ্ছেনা। তারপরও ফায়ার সার্ভিস বন এলাকায় পর্যবেক্ষণে রয়েছে।

দুপুরে প্রধান কর্মকর্তা মো. ইউনুছ আলী সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন বলেও জানান তিনি।

দুপুর পৌনে একটায় বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মো. মানিকুজ্জামান বলেন, পৌনে ১২টায় আগুন নেভানোর কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। আগুন নিভে গেলেও ঘটনাস্থলে বন বিভাগের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে দমকল বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.