Sylhet Today 24 PRINT

অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ শাহজালালে যাত্রী আটক

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার সমমানের বিদেশি মুদ্রাসহ নিজামুল হক ফরায়েজি (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। 

মঙ্গলবার (৩১ মে) ভোরে কাতার এয়ারের কিউআর৬৩৭ যোগে ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন। বহির্গমন লাউঞ্জের চেকিং শেষ করে বিমানে ওঠার সময় অবৈধ মুদ্রাসহ তাকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, আটক নিজামুল হক ফরায়েজির বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায়। তার কাছ থেকে কাতার রিয়াল ১০৩০০, জর্ডান দিনার ২৪০০, ওমান রিয়াল ৭৯৫০, বাহরাইন দিনার ১২৫০, ইউএই দিরহাম ৪৯৭০০ ও কুয়েতি দিনার ৩৮৫০ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিজামুল জানান, তিনি বিদেশে তৈরি পোশাক ও কাপড়ের ব্যবসা করেন। চোরাচালানের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.