Sylhet Today 24 PRINT

আলোচিত ৭ খুনে নিজেদের ভূমিকা জানালেন ২ র‍্যাব সদস্য

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ জুন, ২০১৬

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২ র‌্যাব সদস্যের স্বাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামীর উপস্থিতিতে তাদের স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।

বাদিপক্ষের আইনজীবী সাখাওয়াৎ হোসেন খান জানান, র‌্যাব-১১ তে সেসময় কর্মরত এস আই পলাশ গোলন্দাজ ও কর্পোরাল জাহাঙ্গীর আলম তাদের সাক্ষীতে সাত খুনের ঘটনার সাথে কারা কারা ছিলেন, কার কি ভূমিকা ছিল- তার বিস্তারিত বর্ণনা আদালতে দিয়েছেন। এই মামলা প্রমাণের ক্ষেত্রে তাদের স্বাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এই নিয়ে ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলায় মোট ১২৭ জন স্বাক্ষীর ৬৮ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। আদালত আগামী ২০ জুন পরবর্তী স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ ধার্য্য করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি। এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় অপর একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ এক বছর পর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল ৩৫ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। এই মামলায় ৩৫ জন আসামীর মধ্যে ২৩ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। ১২ জন আসামী এখনো পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.