Sylhet Today 24 PRINT

প্রকাশক টুটুল হত্যাচেষ্টায় জড়িত শিহাব গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

ফাইল ছবি

প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


আজ বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।


পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে সাকিব। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য।


ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় নিজেদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করার কথা ডিএমপির।


উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর বিকাল পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা ৮/১৩ লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে।

পরে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিসটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.