Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধার নাম মুছে বরিশালে এখনো বহাল ‘লাদেন সড়ক’

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০১৬

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদনের নামে একটি সড়কের নাম আট বছর থেকে বহাল আছে। এই সড়কটি আগে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের নামে পরিচিত ছিল।  

জানা যায়, ৮ বছর আগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ধর্মীয় উগ্রবাদের হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করার পর বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী লাদেনকে 'হিরো' আখ্যা দিয়ে একটি সড়কের নাম 'লাদেন সড়ক' হিসেবে ঘোষণা দেয়।

স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, "আমেরিকা লাদেনকে হত্যা করার পর এলাকাবাসী লাদেন স্মরণে এই নামকরণের ঘোষণা দেয়"।

২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, "আট বছর আগে এই নামকরণ করা হয় বলে জেনেছি তখন আমি কাউন্সিলর ছিলাম না"।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জিত কুমার বলেন, "রেকর্ডে নগরীর কাশিমপুর এলাকায় এই সড়কের এমন নাম রয়েছে, আমরা এতদিন জানতাম এটা এমনি স্থানীয় জনতা এই নামে ডাকে তবে এটা অফিসিয়ালি কীভাবে নথিভুক্ত হলে বুঝতে পারছিনা"।

তিনি বলে, " এর আগে এটা  মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক আক্কাস হোসেনের নামে ছিল। অতি দ্রুত আবার আগর নামে ফেরত নেয়া উচিত।"

বরিশাল সাংস্কৃতিক সংগঠক সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল বলেন, "এই অঞ্চলের কীর্তিমান ব্যক্তির নামে এই সড়কটির নাম ফেরত চাই"।

সূত্র: নিউ এজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.