Sylhet Today 24 PRINT

‘নির্যাতন করে’ পুরোহিত হত্যার এনামুলের স্বীকারোক্তি আদায়!

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৬

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় পুলিশ কলেজছাত্র এনামুল হককে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে বলে অভিযোগ করেছে এনামুলের পরিবার। শনিবার ঝিনাইদহে সংবাদ সম্মেলনে এনামুলের বোন শাহনাজ আক্তার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এনামুলের বোন অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। যা পুলিশের মিথ্যা বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ হয়েছে। তাকে হাজির করে ঝিনাইদহের পুলিশ সুপার গণমাধ্যমকে বলেছেন, এনামুলকে গত ২০ জুন সোমবার দিবাগত রাত দুইটার দিকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ঝিনাইদহে পুরোহিত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যা পুরোটাই পরিকল্পিত মিথ্যাচার।

মূলত এনামুল হকসহ আরো দুই ছাত্রকে গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকদারী পুলিশ গ্রেপ্তার করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। অথচ পুলিশ তাকে বেআইনি ভাবে আটক রেখে পরে হাজির করে স্বীকারোক্তির নাটক সাজিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ও এলাকাবাসী সাক্ষী, এনামুল কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত নয়। তাছাড়া এমন মিথ্যাচার কেউ বিশ্বাস করেনি।

তিনি বলেন, পুলিশ ও সরকার যদি নিরাপরাধ ছাত্রদের রক্ষার বদলে তাদের ধ্বংসের খেলায় মেতে উঠে তাহলে আমরা সাধারণ জনগণ যাব কোথায়? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ভাইয়ের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। আমি অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে আমার ভাইয়ের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.