Sylhet Today 24 PRINT

ফেসবুকে পাকিস্তানির প্রেমের ফাঁদে বাংলাদেশি ছাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

পাকিস্তানে পাচার হয়ে যাওয়ার খবর পেয়ে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রংপুর নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, ঢাকার ধামরাইয়ের গুম গ্রাম যাদবপুরের মোশারফ হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ফাতেমা জোহরা মুক্তির সঙ্গে ফেসবুকে পাকিস্তানি নাগরিক রাফি খানের পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে রাফি খান মুক্তিকে পাকিস্তান চলে যাওয়ার প্রস্তাব দেয়।

রাফি খান ফেসবুকে জানায়, রংপুরে সুমন নামে এক যুবক তাকে হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে পাকিস্তান নিয়ে যাবে। এ উদ্দেশে সোমবার রাত ১১টার দিকে মুক্তি ঢাকা থেকে নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ডে নামে। এ সময় সুমন তাকে হিলি সীমান্তে নিয়ে যাওয়ার জন্য জোর-জবরদস্তি করতে থাকে। এতে লোকজনের সন্দেহ হলে বিষয়টি তারা পুলিশকে জানায়।

পরে কোতোয়ালি থানার এসআই তরিকুল ইসলাম মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে সুমনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সে পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.