Sylhet Today 24 PRINT

জোড়া খুনের ঘটনায় রংপুরে ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জোড়া খুনের ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামান এ আদেশ দেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ২০০৬ সালের ২৮ মার্চ রাত ৮টার দিকে তারাগঞ্জের তেরমাইল এলাকায় বরাতি সেতুতে একটি চালভর্তি ট্রাকে ডাকাতি হয়। এ সময় ট্রাকচালক পরেশ চন্দ্র ও চালকের সহকারী মনোরঞ্জনকে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকের মালিক হারান চন্দ্র ঘোষ বাদী হয়ে একটি মামলা করেন।

এই মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। আজ এই মামলায় জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

ওসি আরো জানান, রায় ঘোষণার সময় আদালতে এই মামলার তিনজন আসামি উপস্থিত ছিলেন। বাকী সাতজন আসামি পলাতক রয়েছেন।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল মালেক জানান, রায়ে তাঁরা সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.