Sylhet Today 24 PRINT

ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

মোস্তা‌ফিজুর রহমান, বেনাপোল থেকে  |  ০৬ জুলাই, ২০১৬

ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি কিশোরকে উদ্ধারের দুই বছর পর হস্তান্তর করেছে ভারতীয়  পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা কিশোররা হলো- ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (১৬), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল (১৭), শ্যামনগর উপজেলার কেরাঘাট গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে জামির আলী (১৬) ও যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাবর আলীর ছেলে হুসাইন (১৬)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই বছর আগে ওই চার কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হয়। পরে কলকাতার মেদেনীপুর এলাকায় পাচারকারীদের কাছে আটকা থাকে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আদালতের নির্দেশে ২৪ পরগনার কিশালয় ও নদীয়া জেলার কৃষ্ণনগর শেলটার হোমে তাদের আশ্রয় হয়।

পরবর্তীতে তাদের নাম-ঠিকানা যাচাই করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে ফেরত আনা হয়। পুলিশের কাছ থেকে তারা ওই কিশোরদেরকে গ্রহণ করেছে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.