Sylhet Today 24 PRINT

দু’গ্রুপের সংঘর্ষে জেএসএস সদস্য নিহত, পাহাড়ে আতংক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৬

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতির (জেএসএস) দুই পক্ষের সংঘর্ষে উগ্য চাকমা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাতে উপজেলার তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। 
  
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেএসএস’র দুই গ্রুপের সদস্যরা টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে জেএসএস’র কর্মী উগ্য চাকমা (৩২) নামে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সদস্য মংহাই মারমা’সহ দুজন আহত হয়েছে। অপরজনের নাম জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে পাশের পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

তারাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, পুলিশ ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.