Sylhet Today 24 PRINT

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের বেশ কিছু গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও দক্ষিণ এবং শাহরাস্তি মিলের মোট ৪০টি গ্রামে এ ঈদ উদযাপিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদের নামাজে শরিক হন। সকাল ১০টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ছোটবড় ভেদাভেদ ভুলে সবাই কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, এসব এলাকায় পবিত্র রমজান মাসও শুরু হয়েছিলো সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই।

১৯৩২ সাল থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরব এবং চন্দ্রমাস হিসেব করে এ দেশে প্রথম আগাম ঈদ উদযাপন শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তাঁর অনুসারীরা এভাবে বছরের দুটি ঈদ উদযাপন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.