Sylhet Today 24 PRINT

জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনছুর আলী হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-আবুল হোসাইনের মেয়ে নয়নমণি (১১), আকতার হোসাইনের ছেলে মিছবাহ উদ্দিন (৭), কামাল হোসাইনের মেয়ে সুমি আকতার (৮) ও কাইছার হামিদের মেয়ে পিয়ামণি (৫)।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী সকালে সাংবাদিকদের জানান, চার শিশু বিকেলে পাশে স্বজনের বাড়ি যাচ্ছিল। এ সময় জোয়ারের পানিতে হঠাৎ রাস্তা তলিয়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শিশুরা ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এর পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, শোকাহত পরিবারকে সরকারিভাবে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়া হয়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল আলম বলেন, প্রত্যেককে ১৫ হাজার টাকা ও এক বস্তা চাল দেওয়া হয়েছে। যেহেতু বেড়িবাঁধের কারণে কুতুবদিয়ার জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে, তাই সরকারিভাবে জনসাধারণকে সজাগ থাকতে বলা হয়েছে।

রোয়ানুতে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি। এবারের অমাবস্যার জোয়ারে পানির উচ্চতা বেড়ে গিয়ে কুতুবদিয়ার উত্তর ধুরুং, আলী আকবর ডেইল, দক্ষিণ ধুরুং ও কৈয়ার বিল ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, হাঁস মুরগী। তলিয়ে গেছে রাস্তাঘাট। ফলে মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.