Sylhet Today 24 PRINT

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলো ৬ বাংলাদেশী

বেনাপোল প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৬

ভালো কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার ৮ বছর পর দেশে ফিরলো ৬ বাংলাদেশি। তারা দিল্লির তিহার জেলে ৮ বছর কারাভোগ করেন। 

শুক্রবার দুপুর আড়াইটার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসারা হলেন- খুলনার রেলওয়ে কলোনি এলাকার ফুল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩৮), সোনাডাঙ্গা উপজেলার বানিয়া খামার গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন শেখ (৩৭), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমেজপাড়া গ্রামের সবেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৬), বাগেরহাটের উত্তরবাধাল গ্রামের হাওলাদারের ছেলে জাকির হোসেন (৪২), মোড়েলগঞ্জ উপজেলার বড়ভাদুড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে সেকেন্দার আলী (৩৮) ও চালিতা বাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহিম (৩৯)।

ফেরত আসা আইয়ুব আলী  জানান, গ্রিসে নিয়ে যাওয়ার কথা বলে  দালালরা তার কাছ থেকে ৩ লাখ টাকা নেন। পরবর্তীতে সীমান্ত পথে পাসপোর্ট ছাড়া তাদের ভারতে নিয়ে দিল্লির একটি শহরে রেখে পালিয়ে যান। এসময় অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের কাজ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.