Sylhet Today 24 PRINT

চার আনসারুল্লাহ সদস্য ৫ দিনের রিমাণ্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেফতার হওয়া আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) ৪ সদস্যকে পাঁচদিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত বিচারিক হাকিম আ স ম শহিদুল্লাহ কায়সার এই রিমান্ড মঞ্জুর করেন।

এবিটি’র ৪ সদস্য হলেন- মুসআব ইবনে উমাইর (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের সীতাকুন্ড থানার সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে ৪টি চাপাতি, ৪টি কিরিচ, ৬টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক বেশকিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.