Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক গালি দিয়ে নাটোরে শিক্ষা কর্মকর্তা ও ওসিকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ওসিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার থানায় একটি জিডি করেছেন বলে জানান নলডাঙ্গা থানার ওসি সুবীর কুমার।

শিক্ষা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি আসে। হলুদ খামে পাঠানো এক পৃষ্ঠার চিঠিতে হাতে লেখা- “কোরবানির ঈদের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সরিয়ে দিতে হবে। নইলে তাকে ঈদের আগেই কোরবানি দেওয়া হবে।”

এর আগে বুধবার বিকেলে তার কার্যালয়ের দরজা দিয়ে ফেলে যাওয়া আরেকটি চিঠি তিনি বৃহস্পতিবার খুলে পড়েন বলে জানান। তিনি বলেন, “উভয় চিঠির বক্তব্য প্রায় একই। চিঠিতে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরেই ওসি সুবীর কুমারকে হত্যা করা হবে। নলডাঙ্গা উপজেলায় কোনো মালাউনকে চাকরি করতে দেওয়া হবে না।”

পরিমল বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তিনি সবার সঙ্গেই মেলামেশা করেন। হত্যার হুমকি দেওয়ার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানান।

এ বিষয়ে ওসি সুবীর কুমার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.