Sylhet Today 24 PRINT

সুন্দরবনের দস্যু মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কুখ্যাত আরো দুই ডাকাতদল মজনু ও ইলিয়াস বাহিনীর সদস্যরা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে তারা। র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাতদল মাস্টার বাহিনী ৫১টি অস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের অন্যান্য ডাকাত বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছিলেন, ''অপরাধজগৎ ছেড়ে ডাকাতরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে।''

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.