Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

‘আমরা থানা থেকে এসেছি, দরজা খুলুন’ বলতেই দরজা খুলে দেন বাড়ির গৃহকর্তা। ঘরে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতদল। এরপর তারা গৃহকর্তাসহ বাড়ির অন্যদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। সবাইকে রশি দিয়ে বেঁধে চাবি নিয়ে আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা শহরের মাদ্রাসাপাড়ার কলেজশিক্ষক আবদুল হামিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি শেষে তারা মোবাইলগুলো ফেরত দিয়ে বলে, ‘আমরা অনেক দূর যাওয়ার পরে জানাজানি করবেন।’

গৃহকর্তা কুমিরা মহিলা কলেজের শিক্ষক আবদুল হামিদ জানান, ডাকাতদের হাতে পিস্তল ছাড়াও ধারালো অস্ত্র ছিলো। তারা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এর আগে তারা গ্রিল কেটে বারান্দায় ওঠে। ডাকাতরা ৫০ হাজার টাকা ও আট ভরি সোনার গয়না নিয়ে গেছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বলেন, রাতে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.